উইকিভ্রমণ বিষয়ক প্রতিযোগিতা ২০২৪ এ চট্টগ্রামের ছেলে ইকবাল হোসেন প্রথম স্থান অধিকার করেছেন।
আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্য ছিল উইকিভ্রমণ (bn.wikivoyage.org) প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন গন্তব্যস্থান সংক্রান্ত গুণগত মানসম্মত নিবন্ধ তৈরি করা। প্রতিযোগিতায় শুরুতে ৫০টি নিবন্ধ যোগ করার লক্ষ্য থাকলেও, অংশগ্রহণকারীদের উৎসাহজনক প্রচেষ্টার ফলে জমা পড়ে ১,০০০টিরও বেশি নিবন্ধ এবং যোগ হয় প্রায় ৪০ মিলিয়নেরও বেশি শব্দ। অংশগ্রহণকারীদের অবদানের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়। যেখানে মোঃ ইকবাল হোসেন ৪,২৫,০০০ শব্দ যোগ করে প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় স্থান অধিকার করেন দেলোয়ার হোসেন (৩৩০,৭৯৬ শব্দ) এবং তৃতীয় স্থান পান মোহাম্মদ রিয়াদ (প্রায় ২,২৫,০০০ শব্দ)। এই প্রতিযোগিতার আয়োজন ও মূল্যায়নের দায়িত্বে ছিলেন ইয়াহিয়া, রকি মাসুম, মোহীন রিয়াদ, মোঃ শাকিল, ইশতিয়াক আবদুল্লাহ, এমএস সাকিব, মেহেদী আবেদীন এবং ঐশিক রহমান। গত ১৫–১৬ নভেম্বর গাজীপুরের একটি রিসোর্টে অনুষ্ঠিত বাংলা উইকি সম্মেলনে বিজয়ীদের হাতে সনদপত্র ও গিফট ভাউচার তুলে দেওয়া হয়। মোঃ ইকবাল হোসেন ২০১৪ সাল থেকে উইকিপিডিয়ার বিভিন্ন প্রকল্পে সক্রিয় রয়েছেন। এ পর্যন্ত তিনি ৪২,০০০–এর বেশি সম্পাদনা করেছেন, বাংলা উইকিপিডিয়ায় প্রায় ৫০০ নিবন্ধসহ প্রায় ১,৫০০ পাতা তৈরি করেছেন এবং বাংলা উইকিভ্রমণে ১৫৫টি নিবন্ধ ও ৩৩৪টি পাতা তৈরি করে। উইকিভ্রমণ হলো মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার একটি সহযোগী প্রকল্প, যা ভ্রমণপিপাসুদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। এ ধরনের প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজেদের প্রভাব ফেলতে সহায়তা করছে। আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগিতার সফল আয়োজনের জন্য উইকিমিডিয়া ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।