ঈশান সোনা সৈয়দা ডালিয়া | বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ ক্যানভাসের ফ্রেমের কোণে ভাবতে থাকি জলের ধারা আসবে কখন তুলির মাঝে রঙের প্যালেট মন খারাপে বসে থাকে এই বুঝি কান্না আসে আষাঢ় মাসে ঈশান সোনা ইজেল ধরে দাঁড়িয়ে থাকে হারিয়ে যাওয়া ব্যথা ভুলে হাসতে থাকে।