পটিয়া পৌর মেয়রের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম–দোহাজারী–কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। গত শুক্রবার পটিয়া পৌরসভার কনফারেন্স হলে পৌর মেয়র আইয়ুব বাবুলের সাথে পরিষদের নেতৃবৃন্দের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় চট্টগ্রাম–কক্সবাজার লাইনে ঈদ স্পেশাল ৯ ও ১০ ট্রেনটি আগামী ২৪ জুনের পর রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ রাখার সিদ্ধান্ত দেন, কিন্তু এই ট্রেনের যাত্রীদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি রাষ্ট্র্রে রাজস্ব আয়ও বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় এই ট্রেনটি বন্ধ হলে শত শত যাত্রীরা ভোগান্তির শিকার হবে। দেশের রাজস্ব আয়ও ব্যাহত হবে। তাই যাত্রীদের কল্যাণের কথা চিন্তা করে এই ট্টেনটি বন্ধ না করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। এতে পৌর মেয়র যাত্রী কল্যাণ পরিষদের সদস্যদের নিয়ে ট্রেন চালু রাখার জন্য প্রয়োজনে কর্মসূচি গ্রহণ করতে সহমত পোষণ করেন। এছাড়াও কোভিড–১৯ সময়ে চট্টগ্রাম–দোহাজারী লাইনে বিগত চলমান ট্রেন পুনরায় চালু করার জন্য পরিষদের পক্ষ থেকে কর্তৃপক্ষকে জোর দাবি জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ নুরুল আবছার, চুয়েট এর সহযোগী অধ্যাপক কানু কুমার দাশ, পটিয়া পৌরসভা বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি ফাহিম এরশাদ, ডা. সাখাওয়াত হোসেন হিরু, যাত্রী কল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলী সদস্য জয়নাল আবেদীন, পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদ আবদুল হাকিম রানা, কামাল উদ্দিন, শাহ আলম, পরিষদের সভাপতি মোঃ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আবু সাঈদ তালুকদার খোকন, ফারুকুর রহমান বিঞ্জু, সৈয়দ মিয়া হাসান, নাসির উদ্দিন, মদন দে, আবদুল কুদ্দুছ, কাজী শওকত উল্লাহ্।