ঈদ মানে কি আলমগীর কবির | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ ঈদ মানে কি? বাবার বুকে তারার মতো আলো, যে আলোতে এক নিমিষে দূর হয়ে যায় কালো। ঈদ মানে কি? দাদুর স্নেহ বটবৃক্ষের ছায়া, ঈদ মানে কি? মায়ের খুশি আঁচল ভরা মায়া! ঈদ মানে কি? বায়না বোনের খুশির লুটোপুটি, ঈদ মানে কি? পাখির মতো উড়তে পারার ছুটি।