ঈদ এলো

শাহীন খান | বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

ঈদ এলো শহরে এলো ঈদ গাঁয়েতে

ঝিকিমিক রোদে এলো এলো বন ছায়েতে।

ঈদ এলো পাড়াতে এলো ঈদ ঘরেতে

ভালোবেসে হেসে হেসে প্রিয় চরাচরেতে ।

ঈদ এলো বাতাসেতে এলো ঈদ ফুলেতে

মৌমৌ সুরভিত হৃদয়ের কূলেতে।

ঈদ এলো বস্তিতে এলো ঈদ গলিতে

আতরের ঘ্রাণ ভাসে পথে ঘাটে চলিতে।

ঈদ এলো দূরাকাশে এলো ঈদ চাঁদে যে

কৃষাণী ঘরে এলো বহুদিন বাদে যে।

ঈদ এলো কবি হৃদে এলো ঈদ কবিতায়

মার্কেটে ঘোরে ফেরে “শাবানা ও ববিতায়”

ঈদ এলো ক্রোড়পত্রে এলো ঈদ মিডিয়ায়

ফেবুকে ছড়াছড়ি এলো সোস্যাল দুনিয়ায়।

ঈদ এলো মন ঘেঁষে এলো ঈদ বুকেতে

বলে যায় ভালো থেকো, থেকো সবে সুখেতে।

পূর্ববর্তী নিবন্ধটুশির ঈদ
পরবর্তী নিবন্ধআমাদের ঈদ