ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপিত

| রবিবার , ১৩ অক্টোবর, ২০২৪ at ৯:৪১ পূর্বাহ্ণ

বিশ্বনবীর আগমনে পুলকিত হয় দুনিয়া। এ আনন্দ মুক্তি ও শান্তির। আনন্দ সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব ও সমমর্যাদার। সুতরাং ঝঞ্ঝাবিক্ষুব্ধ এ অশান্ত বিশ্বকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে বিশ্বনবীর আদর্শ অনুসরণের কোন বিকল্প নেই। আল মাবরুর হজ কাফেলার চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেনপ্রিয় নবী (.) কেবলই মুসলমানদের জন্য নয়, বরং তিনি তাবৎ দুনিয়ার জন্য কল্যাণ সহকারে প্রেরিত হয়েছেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরের সভাপতিত্বে গত শুক্রবার আগ্রাবাদস্থ কাফেলা অফিসে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল (এম এ) মাদরাসার অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন। কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেনকাফেলার পরিচালক মুহাম্মদ আক্কাস উদ্দীন খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিশিষ্ট কলামিস্ট অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, অধ্যক্ষ ছৈয়দ মাওলানা জসিম উদ্দিন তৈয়বী, সালামত উল্লাহ, উপাধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনমাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা মহিউদ্দিন নেছারী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, অধ্যক্ষ মাওলানা জানে আলম নেজামী, ডাঃ মাওলানা হাসমত আলী তাহেরী, ইলিয়াছ খান ইমু, মাওলানা মাসুদ করিম চৌধুরী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, শাহজাদা মঈনউদ্দীন সঞ্জরী, হাফেজ মাওলানা গিয়াস উদ্দীন, হাফেজ মাওলানা মনির হোসাইন, হাফেজ মাওলানা মুহাম্মদ হারুন, আলহাজ আবুল কালাম আজাদ, মাইনুদ্দীন, খাজা রায়হান খোন্দাকার হৃদয়, মুহাম্মদ খলিলুর রহমান ও মোহাম্মদ জসিম উদ্দীন সোহেল প্রমূখ। পরিশেষে মিলাদ, কিয়াম, আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভারতে পালাতে গিয়ে সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব আটক
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরাপদ আবাসভূমি : সুফিয়ান