ঈদুল আজহায় ‘পরাণ’ চলচ্চিত্র মুক্তির পরিকল্পনার কথা জানালেন নির্মাতা রায়হান রাফি। লাইভ টেকনোলজিসের প্রযোজনায় নির্মিত ছবিটি আরও আগে মুক্তির পরিকল্পনা থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে আটকে ছিল বলে জানান রাফি। এর আগে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ নির্মাণ করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। খবর বিডিনিউজের।
রায়হান রাফি রোববার গ্লিটজকে বলেন, শিগগিরই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেব আমরা। কোরবানীর ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার শাহ্জাহান সৌরভের সঙ্গে যৌথভাবে ছবির চিত্রনাট্যও লিখেছেন রাফি। ত্রিভুজ প্রেমের গল্পের এ ছবিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান ও শরিফুল রাজ। ‘পরাণ’ ছাড়াও রাফির আরেক ছবি ‘দামাল’ এ অভিনয় করেছেন মিম ও শরিফুল রাজ। সমপ্রতি ছবিটির দৃশ্যধারণ শেষ হয়েছে। চলতি সপ্তাহে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে রাফির ওয়েব সিরিজ ‘ডার্ক সাইড অব ঢাকা’।