ঈদে নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে সিএমপি ট্রাফিক-দক্ষিণের বিশেষ ব্যবস্থা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১১:১৭ পূর্বাহ্ণ

ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকল্পে চট্টগ্রাম মেট্‌্েরাপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিকদক্ষিণ বিভাগের উদ্যোগে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপপুলিশ কমিশনার (ডিসিট্রাফিক) এন.এম নাসিরুদ্দিন।

তিনি জানান, বাকলিয়া থানাধীন এলাকার হাইওয়ে কেন্দ্রিক যানজট নিরসনকল্পে ২৪ ঘণ্টা ট্রাফিক পুলিশ নিয়োজিত করা হয়েছে। উক্ত মহাসড়কে কোন যানবাহন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পতিত হলে কিংবা হঠাৎ বিকল হলে তা দ্রুত অপসারণের জন্য নতুন ব্রিজ গোল চত্বরে ২৪ ঘণ্টা পুলিশের রেকার স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এছাড়াও পণ্যবাহী কোন ভারী যানবাহন বিকল হয়ে রাস্তা ব্যারিকেড তৈরি করলে তা অপসারণের জন্য বেসরকারি রেকার অনকলে যেকোনো সময়ে সার্ভিস দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীবাহী যানবাহন মেরামতের প্রয়োজনে বাকলিয়া এলাকার হাইওয়ের পাশে প্রয়োজনীয় সংখ্যক সার্ভিস সেন্টার/গ্যারেজ ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখিত যে কোন প্রয়োজন ছাড়াও এম্বুলেন্স সার্ভিস, ফায়ার সার্ভিস কিংবা পুলিশি সেবার জন্য সিএমপির কন্ট্রোল রুমের নম্বর০১৩২০০৫৭৯৯৮, ট্রাফিক কন্ট্রোল রুমের নম্বর০১৩২০০৫৩০১৯ ও বাকলিয়া থানার নম্বর০১৩২০০৫২৬২৬ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ঈদের দিন ভোরবেলা পর্যন্ত এ সেবা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধঈদের পর দিন থেকে চলবে পর্যটকবাহী জাহাজ
পরবর্তী নিবন্ধব্যস্ততা এখন রূপচর্চায়