ঈদে আজম উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

| শুক্রবার , ২০ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৩৮ পূর্বাহ্ণ

ঈদে আজম উদযাপন উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন ফ্রান্সের উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। শোভাযাত্রাটি প্যারিসের অদূরে কেতশিমা ইউরোপিয়ান হাসপাতালের সামনে থেকে শুরু করে বাংলা কমিউনিটি মসজিদের সম্মুখ হয়ে মেরি দ্যু ওবারভিলিয়ে প্রাঙ্গণে এসে আলোচনা সভা, সালাতু সালাম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তকআল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ফ্রান্স শাখার সভাপতি শাহ এনামুল হাসান মাওলা। এছাড়া প্রোগ্রামে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষাবিদ, উলামায়ে কেরাম, প্রভাশক, ইঞ্জিনিয়ার সহ ব্যাপক সংখ্যক ধর্মপ্রাণ মানুষ। সমাবেশে বক্তারা বলেন, দয়াময় আল্লাহতাআলার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুনজ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সবোর্চ্চ ঈদ ঈদে আজম। বক্তারা প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত ঈমানী জীবন এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও মানবতার উৎস ঈদে আজম উদযাপন করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআদালত পরিদর্শনে প্রিমিয়ার ভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধসারা দেশকে খুন, গুমের রাজ্যে পরিণত করেছিলেন হাসিনা