পবিত্র ঈদুল ফিতরের সরকারি বন্ধে গর্ভবতী ও প্রসূতি মায়েদেরকে পরিবার পরিকল্পনা বিষয়ক সংক্রান্ত যাবতীয় সেবা চালু ছিল। গত ২৮ মার্চ থেকে গত ৩ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহে চট্টগ্রাম জেলা পরিবার পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীন নগরীর কর্নেলহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ বিভিন্ন মা ও শিশু কল্যাণ কেন্দ্র, প্রত্যেক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মোট ১০৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক লিঙন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদের ছুটিতে ১০২টি নরমাল ডেলিভারির মধ্যে শুধু কর্নেলহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারি হয়েছে ১০টি। এএনসি সেবা পেয়েছে ১৫ জন ও পিএনসি সেবা পেয়েছে ১০ জন। এছাড়া সীতাকুণ্ডে ৩টি, মীরসরাইয়ে ২৫টি, চন্দনাইশে ৯টি, ফটিকছড়িতে ৪টি, রাঙ্গুনিয়ায় ৬টি, আগ্রাবাদে ২টি, কর্ণফুলীতে ১০টি, পটিয়ায় ২টি, পাঁচুরিয়ায় ১৩টি, বোয়ালখালীতে ৩টি, আনোয়ারায় ৩টি, বাকলিয়ায় ১৪টি, বাঁশখালী ১টি ও সাতকানিয়ায় ২টি নরমাল ডেলিভারী সম্পন্ন করা হয়।
পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপ–পরিচালক বেগম শাহান ওয়াজ জানান, কৈশোর–বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ রোধ, গর্ভবতী ও প্রসূতি মায়েদেরকে পরিবার পরিকল্পনা বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ দিয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে বর্তমান অর্ন্তবর্তী সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও আন্তরিকভাবে কাজ করছে। প্রেস বিজ্ঞপ্তি।