ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভল্টের নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তাগিদ দিয়েছে সিএমপি। সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশন) শামসুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে নগরীতে অবস্থিত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের এ অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১০ মে থেকে ১৫ মে পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটি (শবে কদর ও ঈদুল ফিতর) উপলক্ষে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছুটি চলাকালীন সময়ে যাতে কোন চোর, ডাকাত, সন্ত্রাসী বা যে কোন দুষ্কৃতকারী ব্যক্তি ব্যাংকের টাকা চুরি/ লুণ্ঠনসহ জান-মালের ক্ষতি সাধন করতে না পারে সে লক্ষ্যে নিম্নলিখিত ব্যবস্থাদি গ্রহণের জন্য অনুরোধ করা হলো: (১) ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে নিরাপত্তা নিশ্চিত করা, (২) ব্যাংকের নিজস্ব নিরাপত্তা কর্মীরা যাতে সতর্কতার সাথে দায়িত্ব পালন করে সেটি নিশ্চিত করা, (৩) স্ব স্ব প্রতিষ্ঠানে কর্মরত একজন অফিসার পালা ভিত্তিক নিয়োগ করে দিনে রাতে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করা, (৪) ব্যাংকের ভল্টের অবস্থানের চারপাশে সিসি টিভি ক্যামেরার কাভারেজের ব্যবস্থা করা ও ভল্টের চারপাশে নিয়মিত পরিদর্শন করে সন্দেহজনক কোন বিষয় নজরে এলে তা নিকটস্থ পুলিশকে অবহিত করা, (৫) ব্যাংকের সিসি টিভি ক্যামেরাগুলো ভালোভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করা, প্রয়োজনে নিকটতম থানা পুলিশের সহায়তা গ্রহণ করা।