ঈদের ছুটিতে পণ্য খালাস কম, বেড়েছে কন্টেনারের সংখ্যা

চট্টগ্রাম বন্দর

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ এপ্রিল, ২০২৪ at ৫:৫৯ পূর্বাহ্ণ

ঈদের ছুটিতে পণ্য খালাস কমে যাওয়ায় চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কন্টেনারের সংখ্যা বেড়ে গেছে। তবে ধারণক্ষমতা প্রায় ৫৩ হাজার টিইইউএসএ উন্নীত হওয়ায় জট তৈরি হয়নি। তবুও কাজের সুবিধার জন্য বন্দরের ইয়ার্ড থেকে কন্টেনার দ্রুত আইসিডিতে স্থানান্তরের জন্য সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়েছে। গতকাল পাঁচটি আইসিডিকে এই তাগাদাপত্র দেয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষ গতকাল পোর্টলিংক লজিস্টিককে ১০৭১ টিইইউএস, ইছাক ব্রাদার্সকে ৩০৬ টিইইউএস, বিএম কন্টেনার ডিপোকে ৩০৪ টিইইউএস, কেডিএস লজিস্টিককে ১৮৮ টিইইউএস এবং ইনকনট্রেড লিমিটেডকে ২১১ টিইইউএস কন্টেনার দ্রুত স্থানান্তর করতে বলা হয়েছে। বন্দরের অপারেশনাল কার্যক্রম গতিশীল করতে এসব আইসিডিগুলোকে দ্রুত কন্টেনারগুলো সরিয়ে নিতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় ৪৪ রোহিঙ্গা আটক
পরবর্তী নিবন্ধবিএমএ চট্টগ্রাম শাখার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি