ঈদের আগে-পরে ৬ দিন চলবে না ট্রাক-কাভার্ড ভ্যান

| মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৭:৫৪ পূর্বাহ্ণ

কোরবানির ঈদে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগেপরে তিন দিন করে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল সোমবার ঢাকায় বিদ্যুৎ ভবনে ঈদযাত্রার প্রস্তুতি বিষয়ক সভা শেষে ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানান সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, ঈদযাত্রায় স্বস্তি দিতে ঈদের আগে ৪, ৫ ও ৬ জুন এবং ঈদের পরে ১২, ১৩ ও ১৪ জুনএই ছয় দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। এই সময়ে গরুবাহী যানবাহন, পচনশীল পণ্যবাহী ট্রাক, পোশাকসহ অন্যান্য রপ্তানিমুখী পণ্যসামগ্রী বহনকারী যানবাহন চলাচল করতে পারবে। খবর বিডিনিউজের।

সড়ক ও মহাসড়কে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না জানিয়ে উপদেষ্টা বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদাবাজিমুক্ত করার জন্য সব ধরনের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা, কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা, দুর্ঘটনা রোধে নজরদারি বাড়ানো, রেলের অতিরিক্ত কোচ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎ ভবনে ঈদযাত্রার প্রস্তুতি বিষয়ক সভা শেষে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিদ্যুৎ ভবনে ঈদযাত্রার প্রস্তুতি বিষয়ক সভা শেষে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই লেক দেশের সম্পদ, একে রক্ষা করতে হবে : ফরিদা আখতার
পরবর্তী নিবন্ধসিসিইউ বন্ধ, আইসিইউ বন্ধ হওয়ার পথে