ঈদুল আজহায় পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ জুন, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আজহায় টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি কর্মকর্তাকর্মচারীরা। কোনোভাবে দুদিন ম্যানেজ করতে পারলে ৯ দিনের ম্যারাথন ছুটির স্বাদ পাবেন অনেকে।

আগামী ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে আগামী ১৬, ১৭ ও ১৮ জুন (রবি, সোম ও মঙ্গলবার) সরকারি ছুটি থাকবে। তবে ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীদের জন্য ঈদের ছুটি টানা পাঁচদিন হচ্ছে। তারা ছুটিতে থাকবেন ১৪ জুন থেকে ১৮ জুন মঙ্গলবার পর্যন্ত। এর সাথে ‘বস’ বা ঊর্ধ্বতনকে ম্যানেজ করে বুধ ও বৃহস্পতিবার সারতে পারলে অনেকের জন্য ছুটি উন্নীত হবে ২২ তারিখ পর্যন্ত। ২১ ও ২২ জুন শুক্র ও শনিবার হওয়ায় তারা ২৩ তারিখ রোববার কাজে যোগ দেবেন। এক্ষেত্রে ঈদের পরের কাজের চাপ কম থাকাকে অনেকে পুঁজি করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে তাদের ছুটি শুরু হবে ১৪ জুন থেকে ২২ জুন পর্যন্ত ৯ দিন। তবে সরকারি চাকরিজীবী সবার ভাগ্যে ৯ দিনের ছুটি না জুটলেও ৫ দিনের লম্বা ছুটি সবাই ভোগ করবেন।

পূর্ববর্তী নিবন্ধব্যাংক না, বৈদেশিক ঋণে জোর দিন
পরবর্তী নিবন্ধনরমাল ডেলিভারি, একসঙ্গে তিন সন্তানের জন্ম