ঈদগাঁওয়ে বিলে ভাসছিল শিশুর মরদেহ

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৫:১৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওতে নিখোঁজের ১৫ ঘণ্টা পর বিলের পানি থেকে মো. নাঈম () নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নাঈম উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মধ্যম বাহারছড়া এলাকার ছৈয়দ নুরের ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে খেলতে বের হয়ে আর ফেরেনি নাঈম। সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে স্থানীয়রা গ্রামের একটি বিলে শিশুটির মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরে স্বজন ও গ্রামবাসী মরদেহটি উদ্ধার করে। একটি নিষ্পাপ শিশুকে হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ঘরে ঘরে নবান্ন উৎসব
পরবর্তী নিবন্ধকুমিরায় বাল্কহেড ও ড্রেজারে আগুন দিল বিক্ষুব্ধ জনতা