বিএনপির ডাকা হরতাল পালনের সময় পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ঘটানো ও টায়ার জ্বালিয়ে সড়কে ভীতিকর পরিবেশ সৃষ্টি করার অভিযোগে কঙবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপি, জামাত ও যুবদল–ছাত্রদলের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ঈদগাঁও থানা পুলিশ। গত রোববার রাতে ঈদগাঁও থানার উপ–পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, রোববার হরতালের সমর্থনে বিএনপি জামাতের নেতাকর্মীরা ঈদগাঁও বাজার ও মেহেরঘোনা নামক স্থানে আরকান সড়কের উপর টায়ার জ্বালিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে আরো কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে মামলাটি দায়ের করে পুলিশ। তবে এ মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবির। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি ঘটনার ব্যাপারে দৈনিক আজাদীকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে হরতালের সমর্থনে আমাদের শান্তিপূর্ণ একটি মিছিল হয়েছে। সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এমনকি পুলিশের সঙ্গে আমাদের কোনো কথা কাটাকাটি বা বাড়াবাড়ি পর্যন্ত হয়নি। তিনি বলেন, আরাকান সড়কে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঘটায়নি। তারা আরকান সড়কে পিকেটিংও করেনি। তারপরও বিএনপি পরিবারকে হয়রানি করার উদ্দেশ্যে পুলিশ কেন একটি ভিত্তিহীন মামলা দায়ের করল, তা আমাদের বোধগম্য নয়।