ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় বহু হতাহত

| মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

ইয়েমেনের মারিব প্রদেশে একটি মসজিদ ও মাদ্রাসায় ক্ষেপণাস্ত্র হামলায় নারী ও শিশুসহ ২৯ জন হতাহত হয়েছেন বলে দেশটির তথ্যমন্ত্রী জানিয়েছেন। খবর বিডিনিউজের।
সোমবার টুইটারে দেওয়া এক বিবৃতিতে এ হামলার জন্য হুতি বিদ্রোহীদের দায়ী করেছেন তিনি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রোববার রাতের এ হামলায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মারিবের গভর্নর দপ্তর। হামলার পর তাৎক্ষণিকভাবে ইরান সমর্থিত হুতিরা এর দায় স্বীকার বা অস্বীকার করে কোনো বিবৃতি দেয়নি। সমপ্রতি ইয়েমেনে সরকারি বাহিনীগুলো ও হুতিদের মধ্যে লড়াই তীব্র হয়ে উঠেছে। যুদ্ধ ও ইয়েমেনের অর্থনীতি ভেঙে পড়ার পাশাপাশি হুতি অধিকৃত অঞ্চলের পণ্য আমদানিতে বিধিনিষেধ থাকায় দেশটির এক কোটি ৬০ লাখ মানুষ অনাহারের মুখে আছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিষয়টিকে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট বলে অভিহিত করেছে অভিভাবক সংস্থাটি।

পূর্ববর্তী নিবন্ধহোয়াইট হাউজ মুখপাত্র করোনায় আক্রান্ত
পরবর্তী নিবন্ধজোকারের সাজে ছুরি নিয়ে হামলা, জাপানে জখম ১০