ইয়ুথ ভলেন্টিয়ার এওয়ার্ড পাচ্ছেন অভিনেতা পলাশ ও দূর্বার তারুণ্যের আবিদ

| শনিবার , ১১ মার্চ, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

পুরো দেশ থেকে হাজার হাজার আবেদন বাছাই করে গতকাল রাতে চূড়ান্ত হয় কারা পাচ্ছেন বাংলাদেশ ইয়ুথ ভলেন্টিয়ার এওয়ার্ড ২০২৩। আয়োজক সূত্রে জানা যায়, দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ও চট্টগ্রাম থেকে গড়ে উঠা দেশব্যাপী সাড়া জাগানো সামাজিক সংগঠন দূর্বার তারুণ্যের স্বপ্নদ্রষ্টা মুহাম্মদ আবু আবিদ পাচ্ছেন জাতীয় এ সম্মাননা।

আজ ১১ মার্চ বিকালে ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় মুখ।

এ বিষয়ে মুহাম্মদ আবু আবিদ বলেন, এওয়ার্ড এর বিষয়ে গুঞ্জন শুনেছিলাম। তবে গতকাল রাতে আমাকে অফিশিয়ালি জানানো হয়। আমি এত বড় সম্মাননার জন্য যোগ্য কিনা তা জানি না। তবে অবশ্যই এ এওয়ার্ড ভবিষ্যতের কাজের জন্য আমাকে আরও অনুপ্রেরণা জোগাবে।

জিয়াউল হক পলাশ আরও জানান, যেকোন সম্মাননাই গর্বের। মানুষকে ভালোবেসে কাজ করে যেতে চাই, আজীবন।

উল্লেখ্য, মুহাম্মদ আবু আবিদ চট্টগ্রামের সন্তান। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সামাজিক কাজকে শৈল্পিকতায় রুপ দিয়ে তিনি অনেকবারই আলোচনার শীর্ষে উঠেছেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে সিপিপি ইউনিট টিম লিডারদের কর্মশালা
পরবর্তী নিবন্ধপ্রত্যন্ত অঞ্চলে শিক্ষার জন্য বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে