নগরীর হালিশহর থানায় দায়ের করা একটি মাদক মামলায় মো. মুসলিম এবং মো. সাইফুল ইসলাম নামে দুই ভাইকে কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ দণ্ডাদেশ দেয়।
কারাদণ্ডাদেশ পাওয়া মো. মুসলিম হালিশহর থানার বউবাজার আমতল এলাকার ভোলা ডাক্তার বাড়ির মো. শফির ছেলে। আর মো. সাইফুল ইসলাম মো. মুসলিমের ভাই। বাংলানিউজ
আদেশে মো. মুসলিমকে ৬ বছরের কারাদণ্ডাদেশ ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে মো. সাইফুল ইসলামকে ৫ বছরের কারাদণ্ডাদেশ ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের পেশকার মো. ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, হালিশহর থানায় ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ২০১৫ সালের ২১ মে। এ ঘটনায় পরে থানায় একটি মাদক মামলা হয়।
এই মামলায় আদালতে যুক্তিতর্ক শুরু হয় চলতি বছরের গত ৭ ফেব্রুয়ারি। রায় ঘোষণা করা হয় আজ বৃহস্পতিবার।