ইয়াবা পাচার মামলায় শালা-দুলাভাইয়ের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১১ জুলাই, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

১ লাখ ১১ হাজার ৯০০ পিস ইয়াবা পাচারের মামলায় চকরিয়া ও পেকুয়ার দুই ইয়াবা কারবারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে আসামিদের ৫ লাখ টাকার অর্থদণ্ড ও অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল গতকাল সোমবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত দুই আসামি সম্পর্কে শালাদুলাভাই। তারা হলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়ার রমিজ উদ্দিন ও চকরিয়া উপজেলার বদরখালীর ওয়াইজ উদ্দিন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ২০২২ সালের ১০ আগস্ট র‌্যাব চকরিয়ার বদরখালীতে অভিযান চালিয়ে ১ লাখ ১১ হাজার ৯০০ ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। এই ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে গ্রেফতার দুই আসামিকে অভিযুক্ত করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) প্রেরণ করলে শুনানি শেষে মামলাটি বিচারের জন্য কঙবাজার জেলা ও দায়রা জজ আদালতে চার্জ (অভিযোগ) গঠন করা হয়। এরপর মামলায় সাক্ষ্য গ্রহণসহ বিচারের সকল প্রক্রিয়া সম্পন্ন করে বিচারক মোহাম্মদ ইসমাইল গতকাল মামলাটির রায় ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধমহসিন কলেজে স্মার্টফোন নিষিদ্ধ