ইয়াবায় অর্থলগ্নিকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২০ at ৫:০৭ পূর্বাহ্ণ

ইয়াবা চোরাচালান প্রতিরোধে অর্থলগ্নিকারীদের ধরতে শীঘ্রই সাঁড়াশি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম আঞ্চলিক টাস্কফোর্স। গতকাল বুধবার বিভাগীয় কমিশনার আয়োজিত ভার্চুয়াল টাস্কফোর্সের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরসহ পুলিশ, র‌্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেয়।
সভায় বিভাগীয় কমিশনার এবিএম আজাদ বলেন, ইয়াবা ব্যবসায়ী, ইয়াবা চোরাচালানকারীরা জাতির শত্রু। তাদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে। বিশেষত চোরাচালানে অর্থলগ্নিকারীদের আইনের আওতায় আনার ব্যবস্থা নিতে হবে। এ সময় সীমান্ত এলাকায় চোরাচালানের কুফল সম্পর্কে জনসচেতনতা তৈরির পাশাপাশি সকল বাহিনীর সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন তিনি। সভায় সন্দেহজনক লেনদেন নিয়ে কাজ করতে চেম্বার এবং বাংলাদেশ ব্যাংককে এ প্রক্রিয়ার সাথে যুক্ত করার কথা জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেন, ইতোমধ্যে কক্সবাজার জেলা পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। যৌথ কর্মপন্থা ঠিক করতে বিজিবির সঙ্গে মতবিনিময় করা হয়েছে। চোরাচালান বন্ধে টহল বৃদ্ধি করা হয়েছে। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, মাদক সমাজের সব অপরাধের জনক। একে শক্তভাবে নির্মূল করে যুবসমাজ ও দেশের অর্থনীতিকে রক্ষা করতে হবে। এজন্য সিএমপির অধীন এলাকায় মাদক ব্যবসায় অর্থলগ্নিকারীদের শনাক্তে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে দুর্ঘটনায় ট্রেইলর সহকারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধমেয়র শ্যালকের চার কোটি টাকা আটকে দিল দুদক