ইয়াবার বিনিময়ে অস্ত্র মামলায় গ্রেপ্তার আরো ৩

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ৯:৫১ পূর্বাহ্ণ

ইয়াবার বিনিময়ে অস্ত্র আনয়ন সিন্ডিকেটের আরো তিনজনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হলো- মো. তাহের (২৬), মো. আলী জোহর (২৮) ও আসমা আক্তার (২২)। আসমা আক্তারের স্বামী মো. শফি (২৬) পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে মো. তাহের ও মো. আলী জোহর কক্সবাজারের উখিয়ার রাজাপালং এলাকার বাসিন্দা এবং আসমা আক্তার ভোলার চরফ্যাশন আসলামপুর এলাকার বাসিন্দা। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়িরা একটি নেটওয়ার্কের মধ্যে কাজ করে। ওরা বিভিন্ন এলাকায় কাজ করে। কেউ ইয়াবা বহন করে, আবার কেউ মালিক। এটি বিশাল একটি গ্রুপ। তাদের চক্রে রয়েছে সারাদেশ থেকে নেয়া সদস্য।
পুলিশ জানায়, গত ৫ নভেম্বর টেকনাফ থেকে ঢাকায় নিয়ে ইয়াবা বিক্রির পর অস্ত্র সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে নেয়ার পথে বাকলিয়ায় অস্ত্রসহ রাজ্জাক নামে একজনকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যে লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে কামাল নামে আরও একজনকে আটক করা হয়। রাজ্জাক ও কামালের তথ্যে মাসুদ ফোরকান নামে একজনের তথ্য পায় পুলিশ। পরে ১৩ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে মোবারক ও রাসেলকে আটক করা হয়।
বহদ্দারহাটে মাসুদের নিউ চাঁন্দগাও আবাসিকের বাসা থেকে পুলিশ ৮ লাখ ৮৩ হাজার ৬২২ টাকা, ২৩ হাজার ২০০ ইয়াবা ও বিভিন্ন ব্যাংকের ১২টি চেক বই উদ্ধার ও মাসুদের স্ত্রী শামীম আরা শমীকে আটক করে। এঘটনায় পৃথক মামলা হয়। গত ১৪ নভেম্বর মাসুদ ও তার স্ত্রী শামীম আরা শমী, মোবারক হোসেন ও মো. রাসেলকে চার দিনের রিমান্ডে নেয় বাকলিয়া থানা পুলিশ। রিমান্ডে মাসুদের তথ্য থেকে তিন ইয়াবা ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগণফোরাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার যৌথ কর্মী সম্মেলন
পরবর্তী নিবন্ধজলাবদ্ধতায় খাতুনগঞ্জের ক্ষতি নিরুপণে সমীক্ষা