দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে ও ইস্পাহানী চায়ের পৃষ্ঠপোষকতায় ইস্পাহানী–দৃষ্টি ব্রেইনস্টর্মিং বিজনেস আইডিয়া প্রতিযোগিতার ১৩ম আসর আগামী ২৯ মে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে । ব্যবসা পরিকল্পনা, প্রসার–প্রচার এবং ব্র্যান্ডিং সংক্রান্ত এটি চট্টগ্রামের এ ধরনের একমাত্র আয়োজন, যা বিগত ১৩ বছর যাবত অনুষ্ঠিত হয়ে আসছে। অনুষ্ঠানে বিচারক থাকবেন দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
প্রতিযোগিতার কর্মসুচিতে রয়েছে ২৯ মে বিকেলে ব্রিফিং সেশন, প্রতিযোগিতার ১ম পর্ব ও উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিযোগিতা উদ্বোধন করবেন চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নুরুল আবসার। ৩০ মে সারাদিন বিভিন্ন পর্বে প্রতিযোগীরা অংশগ্রহণ কবে। ৩১ মে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় চট্টগ্রামের সবকটি বিশ্ববিদ্যালয় থেকে ৩২টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার ভেন্যু পার্টনার চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়। প্রেস বিজ্ঞপ্তি।