ইস্ট ডেল্টা ও ম্যাককোয়ারি ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

| শুক্রবার , ২২ আগস্ট, ২০২৫ at ৭:৪৭ পূর্বাহ্ণ

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিউ) চট্টগ্রাম এবং অস্ট্রেলিয়ার প্রখ্যাত ম্যাককোয়ারি ইউনিভার্সিটির মধ্যে এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং যৌথভাবে গবেষণা, শিক্ষা কার্যক্রম এবং অন্যান্য একাডেমিক উদ্যোগে কাজ করার সুযোগ তৈরি হবে। সমঝোতা স্মারকের আওতায় নিচের বিষয়গুলো বাস্তবায়নের জন্য গুরুত্ব দেওয়া হবে: একাডেমিক তথ্য ও উপকরণ বিনিময়, যৌথ সেমিনার ও একাডেমিক সভা, অতিথি বক্তৃতা কার্যক্রম, ছাত্রশিক্ষকদের স্টাডি ট্যুর, আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ে সম্ভাব্য আর্টিকুলেশন চুক্তি, বাহ্যিক অর্থায়নের মাধ্যমে স্বল্পমেয়াদী পেশাগত উন্নয়ন কর্মসূচি।

এই সমঝোতা দুই প্রতিষ্ঠানের মধ্যে আন্তর্জাতিক মানের শিক্ষাবিনিময় ও দক্ষতা উন্নয়নের একটি মাইলফলক হিসেবে কাজ করবে। ইডিউ সবসময় শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের সুযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসেতু কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল