Moving the world – for you এই স্লোগানে বিশ্বের গাড়ির জগতে নেতৃত্ব দিচ্ছে ইসুজু মোটর্স। এরই ধারাবাহিকতায় গতকাল ২৫ ফেব্রুয়ারি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর তেগাঁওয়ের ১০১ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণিতে ৩ দিনব্যাপী ইসুজু এক্সক্লুসিভ মেলার আয়োজন করল উত্তরা মোটর্স।
উত্তরা গ্রুপ অব কোম্পানিজের উপ ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, পরিচালক (অর্থ ও প্রশাসন) হুমায়ুন কবির ও ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) শফিকুল আলম খান যৌথভাবে এ মেলার উদ্বোধন করেন। এ সময় ইসুজু গাড়ির মালিকগণ এবং উত্তরা মোটর্সের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মুজিবুর রহমান বলেন, উত্তরা মোটর্স লিমিটেড ১৯৮০ সাল থেকে ইসুজু এর একমাত্র পরিবেশক হিসেবে বাংলাদেশের বাজারে অত্যন্ত সুনামের সাথে ইসুজু ব্র্যান্ডের এন–সিরিজ ও এফ–সিরিজ ট্রাক, সামনে ও পিছনে ইঞ্জিন যুক্ত বাস এবং ডি–ম্যাক্স পিকআপ বিক্রয় ও বাজারজাত করে আসছে। ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে দেশব্যাপী ১৫টি শাখা অফিসের মাধ্যমে ক্রেতাদের কাছে আন্তর্জাতিক মান সম্পন্ন এসব পণ্য পৌঁছে দেয়ার পাশাপাশি ইসুজু স্ট্যান্ডার্ড সেবা নিশ্চিত করাই উত্তরা মোটর্স লিমিটেডের মূল লক্ষ্য।
বিশ্বখ্যাত ইসুজু বাস, ট্রাক ও পিকআপের সবগুলো মডেলই থাকছে প্রদর্শনীতে। বাস সিরিজের মধ্যে রয়েছে ইসুজু এমটি ও এলটি বাস। ট্রাকের মধ্যে রয়েছে ইসুজু এন এল আর, এন এম আর, এন কিউ আর, এফ এস আর, এন এম আর ডাম্প ট্রাক, ও ইসুজু ডি ম্যাক্স পিকআপ। প্রতিটি গাড়ির সঙ্গে থাকছে বিশেষ মূল্য ছাড়, ওয়ারেন্টি ও ফ্রি সার্ভিস সুবিধা। উল্লেখ্য, বিশ্ববিখ্যাত জাপানের ইসুজু বাস, ট্রাক ও পিকআপের একমাত্র পরিবেশক উত্তরা মোটর্স লিমিটেড দীর্ঘ ৪০ বছরেরও অধিক সময় ধরে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অত্যন্ত সুনামের সহিত বাংলাদেশে ইসুজু গাড়ি বাজারজাত করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।