চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে নির্বাচন কমিশনে প্রার্থীদের অভিযোগ তত বাড়ছে। প্রচারণা শুরুর পর থেকে গত ১২ দিনে ৪৪টি অভিযোগ জমা পড়েছে। তবে সবচেয়ে বেশি অভিযোগ দিচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। তিনি এই পর্যন্ত ৯টি অভিযোগ জমা দিয়েছেন। বিপরীতে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী দিয়েছেন দুটি অভিযোগ। প্রতিদিন নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা পড়ছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের একাধিক অভিযোগ।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, ১০ জানুয়ারি ১টি, ১১ জানুয়ারি ৩টি, ১২ জানুয়ারি ৫টি, ১৩ জানুয়ারি ২টি, ১৪ জানুয়ারি ৬টি, ১৫ জানুয়ারি ১টি, ১৬ জানুয়ারি ৬টি, ১৭ জানুয়ারি ৬টি, ১৮ জানুয়ারি ১টি এবং গতকাল ১৯ জানুয়ারি ৪টি অভিযোগ জমা পড়ে। অভিযোগের ব্যাপারে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান আজাদীকে বলেন, এর মধ্যে যে অভিযোগগুলো জমা পড়েছে সবগুলো তদন্তের জন্য দিয়েছি। মোট জমা পড়া অভিযোগের মধ্যে ১৮টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। আমরা কোনো অভিযোগকেই হালকাভাবে নিচ্ছি না। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখার জন্য সব ধরনের কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে।