পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ও ফাতেহায়ে ইয়াজদাহুম পালন উপলক্ষে মুনিরীয়া যুব তবলীগ কমিটি ৬০ নং শারজাহ শাখার উদ্যোগে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ১১ নভেম্বর বাদে মাগরিব সংযুক্ত আরব আমিরাতের শারজাহস্থ বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হলে মুহাম্মদ আবদুল্লাহর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে নাতে মোস্তফা (দ.) পেশ করেন মুহাম্মদ মনছুর আলী খান। পবিত্র ক্বছিদা শরীফ পেশ করেন যথাক্রমে মুহাম্মদ ইকরাম হোসেন ও মুহাম্মদ মোরশেদ আলম।
মুনিরীয়া যুব তবলীগ কমিটির ৬০ নং শারজাহ শাখার সহ সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম দিনুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল আবছার সুমনের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট কমিউনিটি নেতা ও শারজাহ বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ ইসমাইল গণি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মুহাম্মদ মহিউদ্দীন ইকবাল। প্রধান অতিথি বলেন, পৃথিবীতে শান্তি এসেছে ইসলাম ধর্মের মধ্যদিয়ে সুতরাং আপনাদের মাহফিলে সব সময় সহযোগিতা থাকবে। এছাড়াও মাহফিলে তকরির করেন শারজাহ শাখার সচিব মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম বোগদাদী, রাস আল খাইমা শাখার সচিব মাওলানা মুহাম্মদ জাফর আহমেদ, দুবাই শাখার এশায়াত সম্পাদক মাওলানা মুহাম্মদ মুজিবুল করিম সাইমুন, মুহাম্মদ নুরুল আলম প্রমুখ্ প্রেস বিজ্ঞপ্তি।