বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের জনগণ ফ্যাসিবাদের বিকল্প হিসেবে ইসলামী দলকে নিয়ে স্বপ্ন দেখছে। ইসলামই একমাত্র শোষণমুক্ত সমাজ গঠন করতে পারে। জামায়াতে ইসলামী দেশের বৃহৎ ইসলামী দল হিসেবে এ সংগঠনের সকল নেতাকর্মীকে জনগণের উক্ত আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ গড়ার মাধ্যমে এদেশে স্বৈরাচারের বীজ উপড়ে ফেলা সম্ভব। তিনি গতকাল বুধবার চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে বিআইএ মিলনায়তনে (জেলা অফিসে) জেলা মজলিসে শুরার সাধারণ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় শুরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ। এতে জামায়াতে ইসলামী দক্ষিণ জেলার নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, সহকারী সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, ড. ছাবের আহমদ, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারী মাওলানা নুরুল হোসাইন, অধ্যাপক মাহমুদুল হাছান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা আমীর নবনির্বাচিত মজলিসে শুরার সাথে পরামর্শ করে ২০২৫–২৬ কার্যকালের জন্য জেলা সেক্রেটারী ও কর্মপরিষদ গঠন করেন। এতে জেলা সেক্রেটারী হিসেবে অধ্যক্ষ মাওলানা বদরুল হক, সহকারী সেক্রেটারী হিসেবে মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারী হিসেবে মাওলানা নুরুল হোসাইন ও অধ্যাপক মাহমুদুল হাছান মনোনীত হন। প্রেস বিজ্ঞপ্তি।