ইসলামে ঐক্য ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব অপরিসীম

রাঙ্গুনিয়ায় মাহফিলে মাওলানা নূরী

| বুধবার , ৯ ডিসেম্বর, ২০২০ at ১১:০৭ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ নুরী বলছেন, পারস্পরিক আলোচনা ও কুরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই চলমান সংকট সমাধানের একমাত্র পথ। তিনি বলেন, মুসলিম জীবনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ঐক্য। ইসলামে ঐক্য ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব অপরিসীম। গতকাল সোমবার রাঙ্গুনিয়া উপজেলা মরিয়ম নগর ফুলগাজী পাড়া ঈদগাহ ময়দানে মাতব্বরবাড়ী তাফসীরুল কোরআন ও ইসালে সাওয়াব মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
সমাজসেবক মোহাম্মদ আবদুচ ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মরিয়ম নগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু। বিশেষ অতিথি ছিলেন মক্কা প্রবাসী নুরুল আলম, ইউপি মেম্বার বেলাল হোসাইন, ছাত্রনেতা মুহাম্মদ সেলিম আবদুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবু শাহ আউলিয়া আল কাদেরী, মসজিদের খতিব মাওলানা হাফেজ জসিম উদ্দিন, মাওলানা হারুনুর রশীদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইমাম উদ্দিন, মাস্টার মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ ফজলুল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে অবৈধ কাঠসহ তিনটি গাড়ি জব্দ
পরবর্তী নিবন্ধসাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে