ইসলামের মানবিক দর্শন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে

আলমগীর খানকাহ্‌ শরীফে হিফজুল হাদিস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে বক্তারা

| সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৯:৩৬ পূর্বাহ্ণ

ইসলাম এমন একটি জীবন দর্শন যে, এর সব কর্মকান্ডে মানবিক মূল্যবোধ প্রাধান্য পায়। ইসলামে সব কিছুর ওপর মানবিক মূল্যবোধের স্থান। উদারতা, সহিষ্ণুতা, সাম্য ইসলামের সৌন্দর্য্য। তবে বর্তমান বিশ্বে ইসলামকে বিকৃত, খণ্ডিত ও আগ্রাসী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। মাদ্রাসায় যারা পড়ে তারা ইসলাম সম্পর্কে জানার সুযোগ পায় বেশি। তাই ইসলামের মানবিক দর্শন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মাদ্রাসা শিক্ষার্থীদেরই বহুমুখী প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বক্তারা মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি জাগতিক জ্ঞান অর্জনের মাধ্যমে ইসলামের মহানুভবতা, মানবতাবাদ ও সর্বজনীন প্রেমের বাণী প্রসারিত করার আহবান জানান। গত ২১ অক্টোবর আলমগীর খানকায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ‘দরসে মিশকাত’ এর ব্যবস্থাপনায় হিফজুল হাদিস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। হাফেজ মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মো. মহসিন। প্রধান বক্তা ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট সেক্রেটারি জেনারেল মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বর্ডির চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান। আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস আলহাজ মাওলানা জসিম উদ্দিন আল আজহারী, চবি সহকারী অধ্যাপক মোহাম্মদ মোরশেদুল হক, জামেয়ার সাবেক শিক্ষার্থী মো. আব্দুল মালেক, . নুরনবী আযহারী, হাফেজ মো. আহমদুল হক, শাহ আজিজ, মাওলানা সোলাইমান, গাজী মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, আবুল হাশেম। ছাত্রদের মাঝে হাদিসে রসুলের চর্চা ও হেফজুল হাদিস নিয়ে হাফেজ মাওলানা ওসমান গনি দুটি ভাগে ভাগ করে সপ্তম শ্রেণী থেকে দাখিল পর্যন্ত ‘ক’ গ্রুপ, আলিম থেকে কামিল পর্যন্ত ‘খ’ গ্রুপ। জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে ৫০ জন করে শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উভয় গ্রুপ থেকে তিনজন করে প্রতিযোগী বিজয়ী হন। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১০ হাজার, দ্বিতীয় পুরস্কার ৭ হাজার, তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকসই ও সবুজ বাংলাদেশ নিশ্চিতে জিপিএইচে সৌর বিদ্যুৎ প্রকল্প চালু
পরবর্তী নিবন্ধআইআইইউসির সংবর্ধনা অনুষ্ঠান