ইসলামের প্রচার প্রসারে আওলাদে রাসূলের (দ.) অবদান রয়েছে

দরবারে বারীয়া শরীফে মাহফিলে বক্তারা

| শনিবার , ১২ আগস্ট, ২০২৩ at ৮:১২ পূর্বাহ্ণ

চান্দগাঁওস্থ দরবারে বারীয়া শরিফের সাজ্জাদানশীন শাহ্‌সুফি আল্লামা সৈয়দ শামসুদ্দোহা বারী (মজিআ) বলেছেন, আহলে বাইতে রাসুল (.) ও আওলাদে রাসূল (.) গণই যুগে যুগে দেশে দেশে ইসলামের ঝান্ডা উড্ডীন রেখে অবিস্মরণীয় হয়ে আছেন। নবী বংশের উজ্জ্বল নক্ষত্র হযরত সৈয়দ ইমাম জয়নুল আবেদীন (রাঃ) সহ আওলাদে রাসূল (.) গণের ইসলামের প্রচার প্রসারে অতুলনীয় অবদান কখনো অস্বীকার করা যাবে না। তাঁরাই হচ্ছেন দ্বীন ইসলামের রক্ষাকবচ।

হযরত সৈয়দ ইমাম জয়নুল আবেদীন (রাঃ) এর সালানা চাহরম এবং সৈয়দ আবদুল বারী শাহ্‌ (রহ.) এর সালানায়ে ওরশে ক্বামরী মাহফিল দরবারে বারীয়া শরিফের উদ্যোগে ৯ আগস্ট অনুষ্ঠিত হয়। স্মরণসভা ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে সৈয়দ শামসুদ্দোহা বারী উপরোক্ত কথা বলেন।

এতে মুখ্য আলোচক ছিলেন দরবারের নায়েবে সাজ্জাদানশিন আল্লামা সৈয়দ মুহাম্মদ মোকাররম বারী। মাহফিলে বক্তব্য রাখেন শাহজাদা মাওলানা সৈয়দ সাইফুল ইসলাম বারী।৩

পূর্ববর্তী নিবন্ধমহানগর সেলুন মালিক কল্যাণ সমিতির সভা
পরবর্তী নিবন্ধবন্যাদুর্গতদের মাঝে জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের ত্রাণ বিতরণ