ইসলামের ত্রাণকর্তা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক (রা.)

ওরছে সিদ্দিকে আকবরে বক্তারা

| সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেনইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এক মহান সাহাবী হযরত আবু বকর সিদ্দিক (রাদ্বি)। যিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ, প্রথম কোরআন সংকলন এবং প্রথম বায়তুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার স্থাপন করে ইতিহাসখ্যাত হয়ে আছেন। সাহাবিদের মধ্যে তাঁর নাম অগ্রগণ্য। হজরত আবু বকর (রা.) ছিলেন কুরাইশদের ধনী ও সম্মানিত ব্যক্তিদের অন্যতম প্রধান একজন। ইসলামের চরম সংকটময় মুহূর্তে তিনি তাঁর যাবতীয় অর্থসম্পদ রাসুল (সা.)’র হাতে তুলে দেয়া, প্রিয় নবী (.) এর ঐতিহাসিক মিরাজ গমণ এর বিষয়টি নির্দ্বিধায় বিশ্বাস করাসহ বহুমাত্রিক কারণে ইসলামের ত্রাণকর্তা হিসেবে রূপান্তরিত হন। আল কাজেমী হজ্ব কাফেলার উদ্যোগে গতকাল নগরীর বিপনি বিতানস্থ ক্যাফে নিউ জামানের হলরুমে অনুষ্ঠিত ওরছে সিদ্দিকে আকবর (রাদ্বি.) ও ওমরাহ হাজ্বীদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। কাফেলার চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন কাফেলার পরিচালক লায়ন মুহাম্মদ এমরান। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আবদুল হালিম দোভাষ, হাকিম মওলানা মুহম্মদ ইকবাল ইউসুফ, কলামিস্ট অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, উপাধ্যক্ষ মুহাম্মদ মুফিজুর রহমান, লায়ন সোজায়েত আলী চৌধুরী, মাওলানা মোঃ আবদুল নবী হক্কানি, মাওলানা সানাউল্লাহ শিবলী, মাওলানা খোরশেদুল আলম, হাফেজ মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, হাফেজ মাওলানা মুহাম্মদ নুরুল আলম, মাওলানা আলী আজগর খাঁন, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আল কাদেরী, মাওলানা মুহাম্মদ তৌহিদ রিয়াদ মুহাম্মদ আবু ছাদেক চিটু, মাওলানা নজরুল ইসলাম মাইজভান্ডারি, মাওলানা মোহাব্বত আলী জিহাদি, মাওলানা মুহাম্মদ বশির উদ্দিন, শাহজাদা সৈয়দ মুহাম্মদ হামেদ সাঈয়িদ, শাহজাদা সৈয়দ মুহাম্মদ মাহমুদ সাঈয়িদ প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ফার্মেসী বিভাগের সেমিনার