জামায়াতে ইসলামীর মহানগরীর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, যতই জুলুমের শিকার হোক, যতই প্রতারণার সম্মুখীন হোক না কেন ইসলামের আদর্শ থেকে জামায়াত কর্মীদের বিন্দু পরিমাণ বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। রমজানে যেমনই আমরা কথা ও কাজে পূতপবিত্র থাকার চেষ্টা করি বছরের অন্য সময়েও সেরকম থাকার চেষ্টা করতে হবে। গত ১৪ মার্চ নগরীর একটি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা রুকনদের শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চান্দগাঁও থানা জামায়াতের আমীর মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবদুর রশীদ। থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আজাদ চৌধুরীর পরিচালনায় শিক্ষা বৈঠকের অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আইআইইউসির সাবেক প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ আবু বকর রফিক, মহানগরী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, ডা. আবু নাসের, চান্দগাঁও থানা নায়েবে আমীর অধ্যাপক মো. জসীম উদ্দিন, থানা সেক্রেটারি মো. জসীম উদ্দিন সরকার, সহকারী সেক্রেটারি মো. ওমর গণি, মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, গাজী ইসমাইল, নুরুল মোস্তফা হেলালী, আব্দুল কাদের, ড. জাকির হোসেন হাওলাদার, অধ্যাপক মো. ইসমাইল, আব্দুল আজিজ শোয়াইব, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।