ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ওলামা- মাশায়েখদের নেতৃত্ব দিতে হবে

সাতকানিয়ায় জামায়াতের ওলামা মাশায়েখ সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

| রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, আলেম ওলামাগণ নবীর উত্তরসূরী। খতমে নবুয়তের পর কেয়ামাত অবধি মানুষকে সঠিক পথের দিশা দেয়ার জন্য আলেম ওলামাগণ কাজ করবেন। কিন্তু আজ আমরা আলেম ওলামাগণ সেই কাজ যথাযথ আদায় করছি কিনা, সেটা পর্যালোচনার বিষয়। অথচ ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ওলামামাশায়েখদেরকেই নেতৃত্ব দিতে হবে। মসজিদের ইমামগণ রাষ্ট্রেরও ইমাম হওয়ার যোগ্য হলে দেশ দুর্নীতিমুক্ত হবে। গতকাল শনিবার সাতকানিয়ায় জামায়াতের ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, সাবেক এমপি শাহজাহান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, চবি আরবী বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, মাওলানা আবুল ফয়েজ। ওলামা মাশায়েখদের মধ্যে বক্তব্য দেন, সাতকানিয়া আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, অধ্যক্ষ মাওলানা মুনিরুল আলম, গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আজিম, ছৈয়দাবাদ দুদু ফকির সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রশিদ আল কাদেরী, গারাঙ্গিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা কুতুব উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়া জনগণের অধিকার রক্ষার সংগ্রাম থেকে কখনো সরে আসেননি
পরবর্তী নিবন্ধডা. দিদারুল হক মাইজভাণ্ডারীর (র.) কর্মময় জীবন পরবর্তী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা