ইসলামী ফ্রন্ট বরকল ইউনিয়নের সভা

| শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১০ ডিসেম্বর বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বরকল ইউনিয়নের আয়োজনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মুহাম্মদ মোরশেদুল আলম শিকদার টিপুর পরিচালনায় অতিথি ছিলেনউপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মামুন উদ্দীন সিদ্দিকী, প্রভাষক মাওলানা হাফেজ মুহাম্মদ ছিবগতুল্লাহ চৌধুরী, প্রভাষক মাওলানা মুহাম্মদ মিজানুল হক আলকাদেরী, জিএম শাহাদত হোসাইন মানিক, মাওলানা মুহাম্মদ নুরুল আমিন, কাজী মুহাম্মদ নুরুল আনোয়ার, মুহাম্মদ শহিদুল ইসলাম, এম এ সবুর, হাফেজ মুহাম্মদ সেকান্দর ইসলাম, মুহাম্মদ মহিউদ্দীন, মুহাম্মদ আবদুল মুবিন চৌধুরী, মুহাম্মদ খোরশেদুল আলম, মাওলানা মুহাম্মদ আলী আকবর, মাস্টার রশিদ আহমদ, মুহাম্মদ জাহান উদ্দীন, মুহাম্মদ তানসির নিয়াজ আদিল, তওসীফ আফসাদ অহিমন, মুহাম্মদ তানভির হোসাইন, মুহাম্মদ মঈনুদ্দীন হাছান ফয়সাল, মুহাম্মদ ফরহাদুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আবছার উদ্দীন, মুহাম্মদ মুফরাত, মুহাম্মদ শাহরিয়ার চৌধুরী, মুহাম্মদ আবুল বশর মানিক, মুহাম্মদ মহিউদ্দীন, মুহাম্মদ নুরুন্নবী। সভাশেষে জিএম শাহাদত হোসাইন মানিককে আহবায়ক, মাওলানা হাফেজ মুহাম্মদ ছিবগতুল্লাহ চৌধুরী, মাওলানা মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ শহিদুল ইসলাম, মাওলানা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, এম.এ ছবুর কে যুগ্মআহবায়ক, মুহাম্মদ মোরশেদুল আলম শিকদার টিপু কে সদস্য সচিব, মাওলানা মুহাম্মদ মিজানুল হক, মুহাম্মদ আবদুল মুবিন ও মুহাম্মদ মহিউদ্দীন কে যুগ্মসদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট বরকল ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী যুব ফোরামের সেমিনার
পরবর্তী নিবন্ধউত্তর জেলা জাতীয় পার্টির ১১ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা