ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার প্রতিবাদ কর্মসূচি

| বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

রাখাইনে করিডোর প্রদান বিষয়ে রাষ্ট্রীয় পরিকল্পনা ও পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদ, নারীবিষয়ক সংস্কার কমিশনের কোরআনসুন্নাহবিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল এবং চট্টগ্রাম বন্দরে সন্দেহজনক হস্তক্ষেপের প্রতিবাদে ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার আয়োজনে প্রতিবাদ সমাবেশ গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইউনুস যুক্তিবাদির সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহপ্রকাশনা সচিব মাওলানা মুহাম্মদ মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খানের পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক জননেতা অধ্যাপক আবুল মনছুর দৌলতি। প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট মহাসচিব স উ ম আবদুস সামাদ।প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত সাংগঠনিক সচিব ড. ইসমাইল নোমানি। বক্তব্য রাখেন পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ, মাস্টার আবুল হোসাইন, সৈয়দ মুহাম্মদ আবু আজম, এম মহিউল আলম চৌধুরী, এনামুল সিদ্দিকি, সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, এনাম রেজা কাদেরি, মুহাম্মদ জয়নুল আবেদীন, ফেদৌসুল আলম খান, মুহাম্মদ আলি হোসাইন, নাসির উদ্দীন মাহমুদ, নবী হোসাইন, অধ্যাপক কাজি আমিন উল্লাহ, হাফেজ নুরুল আলম, গিয়াস উদ্দিন নেজামি, আলমগীর বঈদি, ডি.আই.এম জাহাঙ্গীর প্রমুখ। প্রধান অতিথি বলেন, রইস হত্যাকারীদের যদি দ্রুত গ্রেফতার করা না হয়, মাজার ভাঙ্গার প্রতিকারসহ সুফিবাদি জনতার সাথে বৈষম্যমূলক আচরণ যদি বন্ধ না হয় এবং মানবিক করিডোর খোলার সিদ্ধান্ত ও বিতর্কিত নারীনীতি থেকে যদি সরকার সরে না আসে তবে দেশের কোটি কণ্ঠ প্রতিবাদ তুলতে বাধ্য হবে। তিনি বলেন আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্যের ভিত্তিতে ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা দেখতে চাই।জুলাই বিপ্লবের চরিত্রের উপর আঘাত করা কোনোধরনের বৈষম্যমূলক আচরণ পুনরায় দেখতে চায়না দেশের সাধারণ জনগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী ঋষিধামে স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের আবির্ভাব উৎসব
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের দক্ষতা বাড়াতে কর্মশালা