ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার প্রস্তুতি সভা

| সোমবার , ১৯ মে, ২০২৫ at ৮:৩৩ পূর্বাহ্ণ

রাখাইনে মানবিক করিডোর প্রদান বিষয়ে রাষ্ট্রীয় পরিকল্পনা ও পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদ, নারীবিষয়ক সংস্কার কমিশনের কোরআনসুন্নাহবিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল এবং চট্টগ্রাম বন্দরে সন্দেহজনক হস্তক্ষেপের প্রতিবাদে আগামী ২০ মে বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে সমাবেশ ও মুক্ত আলোচনা সভা। উক্ত কর্মসূচি সফলকল্পে প্রস্তুতি কমিটির এক সভা গতকাল রোববার প্রস্তুতি কমিটির প্রধান অধ্যাপক আবুল মনছুর দৌলতির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির সদস্য মাস্টার আবুল হোসেন, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ এনামুল হক সিদ্দিকী, মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান এবং এম. মহিউল আলম চৌধুরী। ২০ মে অনুষ্ঠেয় দায়িত্বশীল সমাবেশে বক্তব্য রাখবেন সংগঠনের জাতীয় ও জেলা নেতৃবৃন্দ। উক্ত সমাবেশ সফল করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আহবান জানান প্রস্তুতি কমিটি নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে কৃতী শিক্ষার্থী ও শিক্ষানুরাগীদের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন বিভাগে তিনদিনের কর্মশালার সমাপনী