ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের অভিষেক

| রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৩ পূর্বাহ্ণ

ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে গত ৯ ফেব্রুয়ারি ঢাকা কাওরান বাজারস্থ শহীদ হালিম মিলনায়তনে ইসলামী ছাত্রসেনার নবগঠিত কেন্দ্রীয় পরিষদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মন্তব্য করেন। ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ওলীউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেনইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। প্রধান আলোচক ছিলেনইসলামিক ফ্রন্ট বাংলােেদশের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আল্লামা মুফতি নিজাম উদ্দীন নোমানী। ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনএস এম তারেক হোসাইন, হাফেজ মুনিরউদ্দীন, মোহাম্মদ সানি দেওয়ান, সাখাওয়াত হোসেন মিয়াজি, তোফাজ্জল হোসেন তুহিন, নাঈমুল ইসলাম মিয়াজি, আলী আকবর, মোহাম্মদ মামুনুর রশিদ, শেখ তোফায়েল আহমেদ, আবুল ফয়েজ মামুন প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিগত দিনে জলাবদ্ধতা প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে
পরবর্তী নিবন্ধদৃষ্টির ভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন