ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ১৯ মে বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় বন্দর থানা এবং বায়তুশ শরফ থানা। এতে নির্ধারিত সময়ের খেলা ১–১ গোলে ড্র হলে পরে টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারন করা হয়। টাইব্রেকারে বন্দর থানা ৩–২ গোলে বায়তুশ শরফ থানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান বন্দর থানার মো. সিয়াম। সর্বোচ্চ গোলদাতা হন বায়তুশ শরফ থানার সাইফ আফ্রিদি। সেরা গোলকিপারের পুরস্কার পান মো. হাসান।
পুরস্কার বিরতণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগর আমীর শাহজাহান চৌধুরী। ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কলেজ ও ব্যবসায় শিক্ষা সম্পাদক শহীদুল ইসলাম। অতিথিদের মধ্যে আরো ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, ৩৭ নং মুনিরনগর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পতেঙ্গা–বন্দর ১১ আসনের প্রার্থী শফিউল আলম, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সকল সেক্রেটারিয়েট এবং থানা সভাপতিবৃন্দ। পরে পুরস্কারপ্রাপ্তদের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।