আইআইইউসির ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, ইসলামী আইন শুধু ধর্মীয় অনুশাসন নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইসলামী আইন সঠিকভাবে প্রয়োগ করা গেলে রাজনৈতিক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামী আইন নতুন দিকনির্দেশনা দিতে পারে। তাই আইন শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন করলেই হবে না, বরং ইসলামী আইনের মৌলিক দর্শন ও বাস্তব প্রয়োগ সম্পর্কে গভীরভাবে অনুধাবন করতে হবে।
তিনি গত শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আইন অনুষদের উদ্যোগে আয়োজিত‘বাংলাদেশে রাজনৈতিক সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় ইসলামী আইনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর আহসানুল্লাহ ভূঁইয়া, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মাইমুল আহসান খান। বিভাগের সহযোগী অধ্যাপক মহি উদ্দীনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। মূল আলোচক ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন এবং মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধগুলো উপস্থাপন করেন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, অনুষদের ডিন প্রফেসর ড. মাইমুল আহসান খান এবং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মালেক। প্রেস বিজ্ঞপ্তি।











