ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের বিক্ষোভ মিছিল

মুফতি তাহেরীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

| শুক্রবার , ১১ অক্টোবর, ২০২৪ at ৭:৩৬ পূর্বাহ্ণ

ব্রাহ্মনবাড়িয়ায় বরেণ্য আলেমেদ্বীন মুফতি গিয়াস উদ্দীন তাহেরীর ওপর দুর্বৃত্তের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেনদেশব্যাপী চিহ্নিত একটি উগ্রবাদী গোষ্ঠী ইসলামের আলখেল্লা পরিহিত হয়ে মসজিদ, মাদরাসা, মন্দিরে হামলা ভাংচুরসহ বিবিধ গর্হিত কাজে লিপ্ত রয়েছে। এখন নতুন করে সুন্নী আলেমদের হামলার মাধ্যমে এরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি অবিলম্বে মুফতি গিয়াস উদ্দীন তাহেরী হামলায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেন। গত সোমবার রাত ৮ টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরের নেতৃত্বে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলা আয়োজিত তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলপূর্ব এক সমাবেশে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেনইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, আল্লামা ছালেহ আহমদ আনছারী, লায়ন রফিক কোম্পানি। মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনস ম হামেদ হোসাইন, অধ্যক্ষ ছৈয়দ মাওলানা জসিম উদ্দিন তৈয়বী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, স ম শহিদুল হক ফারুকী, মাওলানা ওয়াহেদ মুরাদ, অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, কাজী আহসানুল আলম, ইঞ্জিনিয়ার রাসেদুল ইসলাম রাসেল, আবদুল্লাহ আল মুমিন, শহিদুল ইসলাম, মাসরুর রহমান, মোহাম্মদ ফোরকান প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুরাদপুর এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৮
পরবর্তী নিবন্ধকোতোয়ালি থানা ছাত্রদলের সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ