ইসরায়েল-ফিলিস্তিন ফের উত্তেজনা

জেরুজালেমে উগ্র ডানপন্থি দলের পতাকা মিছিল

| বুধবার , ১৬ জুন, ২০২১ at ১০:২৮ পূর্বাহ্ণ

পূর্ব জেরুজালেমে উগ্র ডানপন্থি ইসরায়েলি দলগুলোর পতাকা মিছিলকে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সৃষ্ট উত্তেজনা থেকে নতুন করে সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই কর্মসূচিকে ইসরায়েলের উসকানি অভিহিত করে গাজায় বিক্ষোভের ডাক দিয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহ। সংঘাতের হুমকি আসে সশস্ত্র গোষ্ঠী হামাস থেকে। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিতায়েহ এক টুইটে বলেন, দখলকৃত জেরুজালেমে উগ্রপন্থী ইসরায়েলি বসতিস্থাপনকারীদের পতাকা মিছিল করতে দিলে তার ভয়ঙ্কর প্রতিঘাতের বিষয়ে আমরা সতর্ক করেছি। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এই মিছিল শুরু হওয়ার কথা। অবশ্য আনুষ্ঠানিকভাবে এই পতাকা মিছিলের পথ এখনও ঘোষণা করা হয়নি। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, মিছিলে অংশ নেওয়া জমায়েতকে প্রাচীন নগরী দামাস্কাস গেইটের বাইরে অবস্থান নিতে দেবে পুলিশ। তবে তা পার হয়ে ফিলিস্তিনি মুসলিম অধ্যুষিত এলাকায় যেতে দেওয়া হবে না। খবর বিডিনিউজের।
পতাকা মিছিলের পথ পরিবর্তন হোক বা না হোক এ নিয়ে উত্তেজনা বাড়ছেই। গাজায় সন্ধ্যা ৬টার দিকে বিক্ষোভের পরিকল্পনা করেছে ফিলিস্তিনিরা। এই মিছিলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রাচীন নগরীতে জমায়েত হওয়ার ডাক দিয়েছে সশস্ত্র দল হামাস ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ। এর আগে হামাসের সশস্ত্র যোদ্ধারা রকেট ছোড়ায় গত ১০ মে প্রাচীন নগরীর মুসলিমপ্রধান এলাকা ছেড়ে পতাকা মিছিলের পথ ঠিক হয়। রক্তক্ষয়ী সংঘর্ষে বহু হতাহতের পর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি চলছে। ইসরায়েলি ডানপন্থি দলগুলোর অভিযোগ, পতাকা মিছিলের রাস্তা বদল করে হামাসের কাছে নতি স্বীকার করছে নতুন সরকার। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় এই পথ পরিবর্তন করা হয়। এই মিছিলকে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাস্ট্রাজেনেকার অ্যান্টিবডি চিকিৎসা ব্যর্থ
পরবর্তী নিবন্ধকুমিরায় ৮৫০ মৎস্যজীবী পরিবারে চাল বিতরণ