ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া থেকে নিষিদ্ধ করা উচিত : স্পেনের ক্রীড়ামন্ত্রী

| শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

প্রোপ্যালেস্টাইন আন্দোলনের কারণে ভুয়েলতা আ এস্পানা সাইক্লিং প্রতিযোগিতায় ইসরায়েলপ্রিমিয়ার টেক দলের অংশগ্রহণ ঘিরে স্পেনে তীব্র বিক্ষোভ চলছে। এর প্রেক্ষিতে স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া বলেছেন, ইসরায়েলি দলগুলোকে আন্তর্জাতিক ক্রীড়া থেকে নিষিদ্ধ করা উচিত, যেমনটি ২০২২ সালে রাশিয়ার ক্ষেত্রে করা হয়েছিল। তিনি এটিকে ‘দ্বৈত মানদণ্ড’ বলে অভিহিত করেছেন। স্পেন সরকার ইতিমধ্যেই গাজার চলমান পরিস্থিতিকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেছে। যদিও ইসরায়েলপ্রিমিয়ার টেক কোনো রাষ্ট্রীয় দল নয়, বরং এটি ইসরায়েলিকানাডিয়ান রিয়েল এস্টেট ব্যবসায়ী সিলভান অ্যাডামসএর মালিকানাধীন একটি বেসরকারি দল। তবুও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দলটিকে অভিনন্দন জানিয়েছেন, বিক্ষোভ সত্ত্বেও প্রতিযোগিতা থেকে সরে না যাওয়ার জন্য। স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা এসইআরএ আলেগ্রিয়া বলেন, ‘এটি ব্যাখ্যা করা ও বোঝা কঠিন যে এখানে দ্বৈত মানদণ্ড রয়েছে। এত বড় গণহত্যা, ভয়াবহ পরিস্থিতি যখন প্রতিদিন ঘটছে, তখনও আন্তর্জাতিক ফেডারেশন ও কমিটিগুলো আগের মতো পদক্ষেপ নিচ্ছে না।’

পূর্ববর্তী নিবন্ধফুটবল বিশ্বকাপে টিকিটের দাম কমানোর অনুরোধ
পরবর্তী নিবন্ধপর্তুগালে ‘সর্বকালের সেরা’ নির্বাচিত হলেন রোনালদো