ইসরায়েলের যুদ্ধের সমালোচক জাতিসংঘ বিশেষজ্ঞের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

| শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১১:৪৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা দখলকৃত ফিলিস্তিন অঞ্চলে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্ট্যার ফ্রানচেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। আলবানিজে অনেক দিন ধরেই গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে তুমুল সমালোচনা করে আসছিলেন। খবর বিডিনিউজের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তা, কোম্পানি ও নির্বাহীদের বিরুদ্ধে (আন্তর্জাতিক অপরাধ আদালতে) ত্বরিত ব্যবস্থা নিতে বেআইনি ও নির্লজ্জ প্রচেষ্টার জন্য আজ আমি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষ র‌্যাপোর্ট্যার ফ্রানচেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছি, বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর প্রতিক্রিয়ায় আলবানিজে এক্সে সরাসরি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে কিছু না বলে লিখেছেন, তিনি অটল ও দৃঢ়ভাবে ন্যায়বিচারের পক্ষে আছেন, যেমনটা তিনি সবসময় ছিলেন। তিনি আলজাজিরাকে দেওয়া লিখিত বার্তায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে মাফিয়া কায়দায় ভয় দেখানোর কৌশল বলেও উড়িয়ে দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকাল টিআইসিতে রবীন্দ্রনাথের বর্ষার গান
পরবর্তী নিবন্ধআগামী বছর থেকে সৌদি আরবে জমি-ফ্ল্যাট কিনতে পারবেন বিদেশিরা