ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে আগ্রহী নন নেতানিয়াহু

| শনিবার , ৬ এপ্রিল, ২০২৪ at ১১:০০ পূর্বাহ্ণ

গাজা যুদ্ধবিরতি চুক্তির নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি চুক্তিতে উপনীত হতে উভয় পক্ষকে বাধাগ্রস্ত করছেন। কারণ, ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে তার ‘কোনো আগ্রহ নেই’ বলে মন্তব্য করেছেন হামাস কর্মকর্তা ওসামা হামদান। বৈরুতে এক সংবাদ সম্মেলনে হামদান বলেন, দখলদার সরকার এখনও চতুরতার সঙ্গে বিষয়টি এড়িয়ে যাচ্ছে এবং আলোচনা একটি দুষ্ট চক্রে আটকে আছে। হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে নিজেদের আগের অবস্থান থেকে অনেকখানি সরে এসেছে বলেও জানান তিনি। মিশর ও কাতারের উদ্যোগে এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় আরও একবার একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধদুই দশকে প্রোস্টেট ক্যান্সার হবে দ্বিগুণ : গবেষণা
পরবর্তী নিবন্ধউত্তর প্রদেশে মাদরাসা নিষিদ্ধের রায় সুপ্রিম কোর্টে স্থগিত