বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ২০২৫–২০২৮ সালের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান গত রবিবার নগরীর ইপিজেড এলাকায় আব্দুল রাজ্জাক মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ ছায়েদুল হকের সভাপতিত্বে এবং সহ–সভাপতি মোঃ সুলতান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ জসীম উদ্দিন রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি এস এম মোঃ নাঈম ছিদ্দিকী, জাফর আহমদ ভূঁইয়া, মুহাম্মদ মাহামুদুল হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সদস্যদের পরিচিতি এবং সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশের অবহেলিত ইলেকট্রিশিয়ানদের ঐক্যবদ্ধ করে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই আমাদের এই ফেডারেশনের পথচলা। মালিক–শ্রমিক বৈষম্য দূর করে একটি আধুনিক ও শক্তিশালী ইলেকট্রিশিয়ান ফেডারেশন গঠনই আমাদের লক্ষ্য। পরিচিতি সভা শেষে নবনির্বাচিত সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান উপদেষ্টা মোঃ জসীম উদ্দিন রাজু। এরপর জেলা কমিটির নেতৃত্বদের মাঝে আইডি কার্ড ও সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ–সভাপতি মোঃ মামুন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












