ওয়ান ব্যাংকের ৩৫ কোটি টাকা আত্মসাতের মামলায় মেসার্স ইলিয়াছ ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শামসুল আলম ও চেয়ারম্যান নুরুল আবছারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল রোববার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। এর আগে ব্যাংক কর্তৃপক্ষের সাথে আপস করবে মর্মে সময় আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। অর্থঋণ আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওয়ান ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার ৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স ইলিয়াস ব্রাদার্স নামের কোম্পানি, তার এমডি, চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে ২০১৪ সালের শুরুর দিকে একটি অর্থঋণ মামলা হয়। একই বছরের ১ সেপ্টেম্বর এ মামলায় তখন রায়ও ঘোষণা হয়। রায়ে ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধের কথা বলা হয়। কিন্তু তারা তা করেনি। একপর্যায়ে ব্যাংক কতৃপক্ষ টাকা ফেরত পেতে একটি জারি মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, একটা সময় উচ্চ আদালতের নির্দেশে মামলাটি স্থগিত হলে বিচার কাজ বন্ধ থাকে। সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশেই মামলাটি ফের সচল হয়।