ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের অবহিতকরন সভা গতকাল চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের অবহিত করতে এই কর্মশালা আয়োজন করা হয়। চট্টগ্রামের জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। অনুষ্ঠানে অতিথি ছিলেন ভেটেরিনারি ও এ্যানিমেল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ফিশারীজের ডিন অধ্যাপক ড. এম নুরুল আবসার খান এবং মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস ছাত্তার। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী পরিচালক মোহাম্মদ সুলতান মাহমুদ। কর্মশালায় শামসুল আলম পাটওয়ারীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান বলেন, ইলিশ শুধু মাছ নয় এটি জাতীয় সম্পদ। ইলিশ মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।