ইরান পারমাণবিক চুক্তিতে না এগোলে ফের নিষেধাজ্ঞা জারি হবে : ফ্রান্স

| শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১১:৩০ পূর্বাহ্ণ

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরমাণু চুক্তি নিয়ে কোনো অগ্রগতি না হলে ইরানের ওপর আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপের শীর্ষ কূটনীতিকরা। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। খবর বাসসের।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিকরা বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেন। সেখানে তারা জানিয়েছেন, ‘গ্রীষ্মের শেষে (আগস্টের শেষ নাগাদ) যদি তেহরান কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখায়, তবে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া চালু করা হবে।

এর আওতায় ইরানের বিরুদ্ধে সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফের কার্যকর হবে। তারা তেহরানকে বোঝাতে চাপ দিচ্ছেন যে, দেরি না করে দ্রুত কূটনৈতিক পথে ফিরতে হবে। যাতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি শক্তিশালী, যাচাইযোগ্য ও দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছানো যায়।

পূর্ববর্তী নিবন্ধবাঁধনের ঈদের সিনেমা আসছে ওটিটিতে
পরবর্তী নিবন্ধসিরিয়ার সুয়েইদায় সেনা প্রত্যাহার : সহিংসতায় নিহত ৫০০