ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

| বুধবার , ২২ মে, ২০২৪ at ১১:১৬ পূর্বাহ্ণ

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করেছে ইরান। আগামী ২৮ জুন দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইরানের অভিভাবক পরিষদ গতকাল সোমবার জরুরি বৈঠকে বসে। ইরানের পার্লামেন্টের স্পিকার, বিচার বিভাগের প্রধান ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিত পরিষদ বৈঠক শেষে আগামী ২৮ জুন ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়। খবর বাংলানিউজের।

ঘোষণা অনুযায়ী, প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদের ৩০ মে’র মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। এরপর নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১২ থেকে ২৭ জুন পর্যন্ত। নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত বা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার।

প্রসঙ্গত, সোমবার সকালে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, তাবরিজের জুমার নামাজের খতিব হোজ্জাতোলেস্লাম আল হাশেম এবং আরও কয়েকজন আরোহী ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধলন্ডন-সিঙ্গাপুর ফ্লাইটে টার্বুলেন্স ব্রিটিশ নাগরিক নিহত
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু